বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানহাট এলাকায় বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। স্বামী, স্ত্রী ও সন্তানসহ তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শনিবার সকাল আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার হাতিবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই তিনজন হলেন বগুড়া শহরের বারপুর মধ্যপাড়ার আশরাফ আলী, তাঁর স্ত্রী গোলাপী বেগম ও তাঁদের দুই মাস বয়সী ছেলে রেজওয়ান।
পুলিশ জানায়, আত্মীয়ের বাড়িতে গিয়ে আশরাফ-গোলাপী দম্পতির ২ মাসের শিশু অসুস্থ হয়ে পড়ে। সন্তানের চিকিৎসা করাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মারবাড়ি থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন মা–বাবা। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান মা–বাবা। আর গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাস্থান সেতুর অদূরে হাতিবান্ধা এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান পরিবহনের একটি দূরপাল্লার বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত দম্পতির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। আর হাসপাতালে মারা যাওয়া তাঁদের শিশুসন্তানের লাশ রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে। দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাচালকের খোঁজ মেলেনি। দূরপাল্লার বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।