|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল হাবিব (৩৪) নামে বেসরকারি সংস্থা (এনজিও) রেইনবোর এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালুর ডেপুইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার দৌলতুজ্জামানের ছেলে। তিনি দুপচাঁচিয়ায় রেইনবোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
কাহালু থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, হাবিব বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে তার অফিসে যাচ্ছিলেন। কাহালু উপজেলার ডেপুইল এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ার পর বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জেটি//এফএস