বগুড়ায় বিশেষ বুলেটিন ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’র প্রকাশনা উৎসব

0 275

||বঙ্গকথন প্রতিবেদন||

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বিশেষ বুলেটিন ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’র প্রকাশনা উৎসব হয়েছে বগুড়ায়। শনিবার সকালে শহরের টেম্পল রোড এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আয়োজন করা হয়।

আয়োজনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, একেএম আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, আবু সুফিয়ান সফিকসহ দলীয় নেতা-কর্মীরা।

এই বিশেষ প্রকাশনার সম্পাদক জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল্লাহ্ আল-রাজী জুয়েল জানান, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জেলাজুড়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। সেসব আয়োজনে উঠে আসা বঙ্গবন্ধুর জীবনের নানান দিক এবং জাতির পিতার অনেক অজানা ইতিহাস নিয়ে সিনিয়র নেতাদের লেখা স্থান পেয়েছে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রকাশনায়।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More