||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ায় গেলো ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় প্রাণ যায় আরো ৪ জনের। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গেলো ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা গেছেন দুজন। এছাড়া ৯৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে। শনাক্তদের ১৮ জনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা, বাকিজন সোনাতলা উপজেলার।
এমএইচ//