||বঙ্গকথন প্রতিবেদন||
অনার্সে ভর্তির জন্য ডোপ টেস্ট নিয়ে যখন ভর্তিচ্ছুরা উদ্বেগে, তখন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন এলাকায় ফটোকপির দোকান থেকে মিললো ডোপ টেস্টের নকল ফলাফল। কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল মাহমুদ ওই দোকান পরিচালনা করতেন। ডোপ টেস্টের ভূয়া ফলাফল তৈরির সঙ্গে যুক্ত থাকায় রাসেলকে বৃহস্পতিবার রাতে আটক করেছে র্যাব-১২।
র্যাব-১২’র স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল মাহমুদ শহরের মোহাম্মদ আলী হাসপাতালের নাম ব্যবহার করে অনার্স ভর্তিচ্ছুদের ডোপটেস্টের ভূয়া ফলাফল তৈরি করে বিক্রি করছিলেন। রাতে কলেজ সংলগ্ন কামাড়গাড়ি এলাকায় রাসেলের দোকানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় ২৩টি ভূয়া ফলাফলের কাগজ জব্দ করা হয় সেখান থেকে। আটকের পর রাসেল র্যাবকে জানিয়েছেন, এমন ভূয়া ফলাফল তিনি ৩শ থেকে ৪শ টাকায় বিক্রি করেছেন ভর্তিচ্ছুদের কাছে। আটক রাসেলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এমএইচ//