|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় সদর উপজেলার মহিষাবান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের চেলোপাড়ার নুরু মিয়ার ছেলে রুবেল (২৭), লাইনপট্টি এলাকার মোয়াজ্জেম গাজীর ছেলে বেলাল গাজী (৫০), চেলোপাড়ার মৃত মদন চৌধুরীর ছেলে ব্রজ (৩০), মৃত আনোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২২), উত্তর চেলোপাড়ার জীবন দাস (৩২), মৃত চিনা ব্যাপারীর ছেলে ভোট মিয়া (৩৮), মৃত লাল্টুর ছেলে কাজল (২৩), ফুলবাড়ি উত্তরপাড়ার মৃত আবজাল হোসেনের ছেলে শাফি খাঁ (৩০) এবং মৃত শকম ব্যাপারীর ছেলে রবিউল (২৮)।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি ছুরি, একটি রশি এবং মোবাইলসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেটি//এসএফ