।। বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় করোনার সংক্রমণ আবার বেড়েছে। গেল ২৪ ঘন্টায় ১৭৯টি নমুনার ফলাফলে নতুন করে ২৬জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৩জন। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদরের ২৪জন এবং বাকি ২জন গাবতলীর বাসিন্দা।
বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন ১৬৯ নমুনায় ১২জন শনাক্ত হয়েছিলেন। তিনি জানান, ২৫ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৩টি নমুনায় ২৪ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৬ নমুনায় ২জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ২১৬জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫৬৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ৩১০জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৩৯জন।
এসএফ