।।বঙ্গকথন প্রতিবেদন।। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ১০ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। যার মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা হামজাপুর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫ টার সময় বগুড়াগামী যাত্রীবাহী এস আর পরিবহনের বাস ও ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট অভিযান চালিয়ে আটকে পড়া আহত ১০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে নয় বছরের এক শিশু ও দুই নারী সহ চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।