||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ার তিন পৌরসভার নির্বাচনে একটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং অন্যটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে সারিয়াকান্দি পৌরসভায় মতিউর রহমান মতি, সান্তাহার পৌরসভায় তোফাজ্জল হোসেন ভুট্টু এবং শেরপুরে জানে আলম খোকাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে শনিবার সকাল ৮টায় বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও সান্তাহার পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সারিয়াকান্দি ও সান্তাহারে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে এবং শেরপুর ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। তিন পৌরসভাতেই দিনভর ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবমাফিক বগুড়ায় প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে এবারের পৌরসভা নির্বাচনে।
নির্বাচন অফিস জানিয়েছে, বগুড়া সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান মতি। সন্ধ্যার পর ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন। পৌরসভায় মোট ৭১ দশমিক ৯৯ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি। নির্বাচনে মতিউর রহমান মতির নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন ২ হাজার ৭৯৬ ভোট, সাবেক মেয়র টিপু সুলতানের স্ত্রী বিএনপি’র প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী ৪৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আজগর পেয়েছেন ৩১৭ ভোট ।
এদিকে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। এই পৌরসভার অন্য মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক পেয়েছেন ৮৪৬ ভোট। এই পৌরসভায় শনিবার ২৫ হাজার ৬৬৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৯৭৬ ভোটার। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবমাফিক এই পৌর এলাকায় শনিবার ভোটপ্রদানের হার ছিলো প্রায় ৬৩ ভাগ।
অন্যদিকে, শেরপুর পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার পেয়েছেন ৪হাজার ৬৮১ ভোট। বাকি দুই মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির স্বাধীন কুমার কুণ্ডু ৪ হাজার ১৪৪ এবং ইসলামী আন্দোলন এমরান হোসেন কামাল পেয়েছেন ৫৯৩ ভোট।
এমএইচ//