।। বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় সাড়ে ৯৮ লিটার চোলাই মদসহ আনোয়ার হোসেন(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের গালাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া পূর্বপাড়া এলাকার মৃত সোলায়মান মোল্লার ছেলে।
বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারকে সাড়ে ৯৮ লিটার চোলাই মদ, দুইটি সীমকার্ড ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এসএফ