বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

0 324

।। উপজেলা প্রতিবেদক শিবগঞ্জ (বগুড়া)।।

বগুড়ার শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টায় দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানের পাশ থেকে তাদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ঘাগুরদুয়ার পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান পল্লব (৩০), আফজাল হোসেনের ছেলে রিপন মিয়া (২৭), বুলু মিয়ার ছেলে রায়হান মিয়া (২৮) ও ফজলার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩০)।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রাত ৯টায় ঘাগুরদুয়ার স্টান্ডে চায়ের দোকানের পাশে গেলে পুলিশ দেখে তাঁরা পালানোর চেষ্টা করে। এসময় অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে ইয়াবা বড়ির পোটলা পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More