।। বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম ওরফে সুমন(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন চট্রগ্রামের আকবরশাহ উপজেলার মুনছুরাবাদ এলাকার নাছির উদ্দিনের ছেলে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (চট্র মেট্রো- খ-১১-২১১৩), তিনটি সীমিকার্ডসহ দুইটি মোবাইল জব্দ করা হয়।
রোববার দুপুর ১২টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, গ্রেফতারকৃত সুমন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এসএফ