।।বঙ্গকথন প্রতিদবেদন।।
বগুড়ায় ২০০ পিস ইয়াবাসহ লিটন মিয়া শেখ(৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)। শনিবার বিকাল পৌণে ৪টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ধুনটের দক্ষিণপাড়া এলাকার তফির উদ্দিনের ছেলে।
রোববার দুপুর আড়াইটার দিকে ডিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।