।।উপজেলা প্রতিবেদক গাবতলী(বগুড়া)।।
বগুড়ার গাবতলীতে পাওনা টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম আব্দুস সালাম (১৯) । শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময় উপজেলার বালিয়াদিঘী গ্রামে পাওনা মাত্র ২০০ টাকার জন্য এ ঘটনা ঘটে। নিহত সালাম ওই গ্রামের সাজু প্রামাণিকের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সালাম ও তার বন্ধু জীবন রাজমিস্ত্রীর কাজ করতো। জীবন সালামের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছিলো না। শুক্রবার রাতে আবারও জীবনের থেকে পাওনা টাকা চায় সালাম। একপর্যায়ে টাকা দেওয়ার কথা বলে সালামের বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে তার পেঁটে চাকু মেরে জীবন পালিয়ে যায়। পরে নিহতে চিৎকার শুনে তার পরিবারের লোকজন এসে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সালামকে মৃত ঘোষণা করেন। গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মারা যাওয়ার আগে সালাম সব কিছু তার পরিবারকে বলেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক জীবনকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এসএফ