।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় র্যাবের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ শরিফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে জেলার শাজাহানপুরের পরানবাড়িয়ার পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার বিহিগ্রাম উত্তরপাড়ার মৃত মোতাহার আলীর ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরের পরানবাড়িয়ার পশ্চিম পাড়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ শরিফুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। র্যাব ১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এসএফ