।।সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন ।।
বগুড়ার একমাত্র কলেজ ভিত্তিক নাট্য সংগঠন কলেজ থিয়েটার,বগুড়া মহান একুশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে মঞ্চায়ন করলো নাট্যকার মুনীর চৌধুরীর বিখ্যাত কালজয়ী নাটক কবর। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবর নাটকটি গতকাল সাতমাথায় মুজিব মঞ্চে রাত ৮ টায় মঞ্চস্থ হয়। মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া আয়োজিত চার দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে নাটকটির নব মঞ্চায়ন করে কলেজ থিয়েটার।

১৯৫৩ সালে কারাবন্দী থাকা অবস্থায় নাট্যকার মুনীর চৌধুরী জেলখানায় বসে রচনা করেন বাংলা সাহিত্যের ইতিহাসে কালজয়ী নাটক কবর। ১৯৫৩ সালে ২১ ফেব্রুয়ারি প্রথম জেলখানায় মঞ্চস্থ হয় নাটকটি। যেহেতু জেল খানায় নাটকটির মঞ্চায়ন হবে তাই জেলখানার স্বল্প পরিসরে আলো আঁধারিতে কিভাবে করা যায় সেই পরিকল্পনা মাথায় রেখেই নাটকটি রচনা করেন নাট্যকার।
নাটকটির কাহিনি গড়ে উঠেছে ভাষা শহিদদের লাশ রাতের আঁধারে গোরস্থানে কবর দিয়ে গুম করাকে কেন্দ্র করে। সে সময় গোরস্থানে ভাষা শহিদদের লাশ গুম করার নীল নকশা করেন অসৎ নেতা। নীল নকশাকারি অসৎ নেতা ও তার দলবলকে টাকার লোভে পড়ে সার্বিক সহযোগিতা করেন ইন্সপেক্টর হাফিজ। বাংলার শ্রেষ্ঠ সন্তানরে লাশ গুম করে শেষ চিহ্নটুকু মুছে দেয়ার পরিকল্পনায় মেতে ওঠেন তারা। কলেজ থিয়েটারের সাহসী প্রযোজনা বিখ্যাত কবর নাটকটির নির্দেশনা দেন তৌফিক হাসান ময়না। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রবিউল ইসলাম, ওসমান গনি, আব্দুল ওয়াদুদ প্রমুখ।