।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে মোছাঃ শারমিন (৩২) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত শারমিন গাবতলী উপজেলার ভুলগাড়ী গ্রামের মৃত সাহীদুল ইসলামের স্ত্রী। তবে তিনি বগুড়া শহরের ১ নং ওয়ার্ডের ঘুনপাড়া এলাকায় দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ও বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রোববার সকাল আনুমানিক ১০টার দিকে শারমিন তার ভাড়া বাড়িতে বৈদ্যুতিক সুইচে টিপ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, সকাল সাড়ে ১১ টায় খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে যেয়ে লাশের সুরহতাল করে। ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) নান্নু খান জানান, আমরা মৃতের বাম হাতে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে লাশ আমরা ময়নাতদন্তে পাঠায়নি।
এসএফ