।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩৩ মহাস্থান রেজিমেন্টের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিএনসিসির চৌকস ক্যাডেটরা গার্ড অব অনার দেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে বৃক্ষরোপণ এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পরে কোভিড ১৯ পরিস্থিতিতে ২০২১-২০২২ প্রশিক্ষণ বর্ষে প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বিষয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বলেন, আগামী দিনে দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে বিএনসিসির ক্যাডেটদের তাদের দায়িত্ব পালন করেতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার এই শুভক্ষণে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলে বলেই দেশ স্বাধীন হয়েছে। জীবনের দীর্ঘ সময় তিনি এই দেশের জন্য জেল খেটেছেন, সংগ্রাম করেছেন। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে।
এসএফ