বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন নানান আয়োজনে

0 500

||বঙ্গকথন প্রতিবেদন||

বগুড়ায় দিনভর নানান আয়োজনে উদযাপন হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। শোভাযাত্রা, আলোচনাসভা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক দিনটি উদযাপন করে বগুড়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

ছবি : সজল শেখ

সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সিআইডি’র পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

সকাল ৯টায় জিলা স্কুল মাঠে কেক কাটার পর বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

ছবি : সজল শেখ

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগও। সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহরে শোভাযাত্রা বের করে দলীয় নেতা-কর্মীরা। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ও আল রাজি জুয়েল।

ছবি : বঙ্গকথন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজুসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণিল আয়োজনে উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনটি।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More