।। উপজেলা প্রতিবেদক সারিয়াকান্দি (বগুড়া)।।
বগুড়ায় বাঙালি নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সারিয়াকান্দির ছাগলধরা পয়েন্ট থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, রাতে সারিয়াকান্দির ছাগলধরা পয়েন্ট এলাকায় বাঙালি নদীর পাড় থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয় লোকজন নদীর কিনারায় গিয়ে দেখতে পান, একটি লাশ ভাসছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে। লাশটি ৫-৬ দিন আগের হবে। লাশের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএফ