।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার কমেছে। এর পাশাপাশি বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ১৮৪টি নমুনার ফলাফলে নতুন করে ১৯জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০দশমিক ৩২শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৯জনের মধ্যে সদরের১৫ জন, দুপচাঁচিয়া ২জন এবং বাকি দুইজন শিবগঞ্জ এবং শেরপুরের বাসিন্দা।
রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৫৮ নমুনায় ২৬জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল। তিনি জানান, ২৪ এপ্রিল, জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনায় ১২জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২০টি নমুনায় ৭জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৬৭৬জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৩৫৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৮৬জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০৩২জন।
এসএফ