।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় করোনার সংক্রমণ কমেছে। গেল ২৪ ঘন্টায় ১৮৩টি নমুনার ফলাফলে নতুন করে ১৭জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৯ দশমিক ২৮ শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৬জন। নতুন আক্রান্ত ১৭জনের মধ্যে সদরের ১৬জন এবং বাকি একজন গাবতলীর বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন ৮৫ নমুনায় ১১জন শনাক্ত হয়েছিলেন। তিনি জানান, ২৩ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৪টি নমুনায় ১৪জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৯ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ১৭৮জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫২৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ৩১০জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৪২জন।
এসএফ