।। উপজেলা প্রতিবেদক শিবগঞ্জ (বগুড়া) ।।
বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ফিরোজ ওররফে সবুজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার পৌর এলাকার দহিলা বড় হাটপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবক দিনাজপুরের কোতায়ালী থানার কাশিপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী স্ত্রীকে নিয়ে দিনাজপুরের কোতায়ালী থানার কাশিপুর ডাঙ্গাপাড়া গ্রামে বেড়াতে গেলে অভিযুক্ত ফিরোজের সাথে পরিচয় হয়। এরপর মাঝে মধ্যেই ফিরোজ ওই গৃহবধূর সাথে ফোনে কথা বলতো। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১ জুন মঙ্গলবার অভিযুক্ত ফিরজ বগুড়ার শিবগঞ্জে ওই গৃহবধূর বাড়িতে বেড়াতে আসে। বুধবার রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে ওই গৃহবধূকে প্রলোভন দেখিয়ে ফিরোজ জোড়পুর্বক ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে অভিযুক্ত ফিরোজ ও ওই গৃবধূকে থানায় নিয়ে আসে। পরে ওই গৃবধূর স্বামী ফিরোজ ওরফে সবুজের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ধর্ষকসহ গৃহবধূকে থানায় আনা হয়েছে। ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএফ