।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গাঁজাসহ হাসান আলী(১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব । শনিবার বিকাল সাড়ে ৩টায় গাবতলী উপজেলার তেলিহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান সোনাতলা উপজেকার হেলাল উদ্দীনের ছেলে।
রোববার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব । বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ হাসান আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।
এসএফ