।। বঙ্গকথন প্রতিবেদন ।।
বগুড়ায় করোনার সংক্রমণ কমেছে। গেলো ২৪ ঘন্টায় ৮৭টি নমুনার ফলাফলে নতুন করে ১০জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১২ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৩৭জন। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে সদরের ৫জন, শেরপুরের ৩জন এবং বাকি ২জন গাবতলী ও সোনাতলার বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন ১৭৮ নমুনায় ২২জন শনাক্ত হয়েছিলেন। তিনি জানান, ৩০ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৮টি নমুনায় ৭জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৯ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ২৭৯জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৬৮১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ৩১৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৮৪জন।
এসএফ