।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় করোনার সংক্রমণ আরও কমেছে। গেল ২৪ ঘন্টায় ১৬৯টি নমুনার ফলাফলে নতুন করে ১২জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ১০ শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৮জন। নতুন আক্রান্ত ১২জনের মধ্যে সদরের ৮জন এবং বাকি ৪জন ধুনট, আদমদীঘি, শিবগঞ্জ ও গাবতলীর বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন ১৮৩ নমুনায় ১৭জন শনাক্ত হয়েছিলেন। তিনি জানান, ২৪ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫৯টি নমুনায় ৯জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১০ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ১৯০জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫৫৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ৩১০জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২৬জন।
এসএফ