।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় করোনার সংক্রমন কমেছে। জেলায় ১৯৫টি নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০দশমিক ২৫শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৫১জন। নতুন আক্রান্ত ২০জনের মধ্যে সদরের ১৯জন, বাকি একজন আদমদীঘির বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৯৪ নমুনায় ১৪জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল। তিনি জানান, ২ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৩টি নমুনায় ১৯জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএমএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ নমুনায় একজনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৮৮৭জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৭৯৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯৫জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭৯৫জন।
এসএফ