।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ কমেছে। জেলায় ১০৪টি নমুনার ফলাফলে নতুন করে ১১জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০দশমিক ৫৭শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৩৬জন। নতুন আক্রান্ত ১১জনের সবাই সদরের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৭৩নমুনায় ১৮জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল। তিনি জানান, ১০ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১০জনের পজিটিভ এসেছে।
এছাড়া টিএমএমএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ নমুনায় একজনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ১জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ১৬৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ৩০৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৩০জন।
এসএফ