বগুড়ায় করোনায় এক তরুনীর মৃত্যু, শনাক্ত ৩৪

0 428

।।বঙ্গকথন প্রতিবেদন।।

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে জান্নাতুল ফেরদৌস(৩২) নামে এক তরুনীর মৃত্যু হয়েছে। বগুড়া শাজাহানপুরের বাসিন্দা জান্নাতুল বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন। তিনি আগে থেকেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগেরদিন জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটে। এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ কিছুটা কমেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২২০ নমুনার ফলাফলে নতুন করে ৩৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৫দশমিক ৪৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৩জন। নতুন আক্রান্ত ৩৪জনের মধ্যে সদরের ৩১জন এবং বাকি ৩জন অন্যান্য উপজেলার বাসিন্দা।

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৩২০ নমুনায় ৬২জন করোনায় শনাক্ত হয়েছিলেন। ডা. তুহিন জানান, ২২ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০১টি নমুনায় ৩১জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৯ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৬৩০জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ২৭২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৮৪জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০৭৪জন।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More