।। বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত মাহমুদা আকতার রেহেনা(৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বগুড়া উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ১৩৪ নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫জন। নতুন আক্রান্ত ২০জনের সবাই সদরের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৮৯ নমুনায় ১৭জন করোনায় শনাক্ত হয়েছিলেন। ডা. তুহিন জানান, ২জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৯টি নমুনায় ১৭জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৩২৮জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৭৫২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩১৭জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৫৯জন।
এসএফ