।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা কমছেই না। গেল ২৪ ঘন্টায় জেলায় করোনার থাবায় আরো দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার জোবেদা(৬৫) এবং শহরের নারুলি এলাকার ফরিদা(৭০)। এদের মধ্যে জোবেদা টিএমএসএস হাসপাতালে এবং ফরিদা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত কমেছে। ৩০৭ নমুনার ফলাফলে নতুন করে ৪৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪দশমিক ৯৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৫জন। নতুন আক্রান্ত ৪৬জনের মধ্যে সদরের ৪২জন, আদমদীঘি ২জন, বাকি দুইজন কাহালু ও নন্দীগ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৮৪ নমুনায় ১৯জন করোনায় শনাক্ত হয়েছিলেন। ডা. তুহিন জানান, ২৫ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯৮টি নমুনায় ৪৫জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৯ নমুনায় একজনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৭২১জন এবং সুস্থতার সংখ্যা ১০হাজার ৪২৩জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৮৮জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০১১জন।
এসএফ