।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় করোনায় নূর নবী(৬০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার বাসিন্দা। শুক্রবার দিবাগত রাতে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন জেলার গাবতলী উপজেলার আবতাব আলী নামে এক বৃদ্ধ করোনায় মারা যান। শনিবার সকালে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডাঃ তুহিন জানান, জেলায় দুইটি পিসিআর ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার সংক্রমণের প্রমাণ মিলেছে। শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। এদের মধ্যে শজিমেক ল্যাবে ১৩৪টি নমুনায় ১৬জনের এবং টিএমএসএস এর ল্যাবে ৭ নমুনায় সবার নেগেটিভ এসেছে। এছাড়া নতুন শনাক্ত ১৬জনের মধ্যে সদরের ১৪জন এবং বাকি ২জন শেরপুর ও শিবগঞ্জের বাসিন্দা। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৩৫৯জন এবং নতুন ১৫জনসহ মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৯৫জন। এছাড়া করোনায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৩১৯জনে দাঁড়িয়েছে এবং বর্তমান চিকিৎসাধীন ২৪৫জন।
এসএফ