।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় দেড় কেজি গাঁজা সহ মিল্লাত খলকার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর থানা পুলিশ মাটিডালি বিমান মোড়ে ঢাকা থেকে রংপুরগামী শীততাপ নিয়ন্ত্রিত একটি বাসে অভিযান করে তাকে গ্রেফতার করে পুলিশ। মিল্লাত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত লাবলু খন্দকারের পুত্র।
সদর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ে ঢাকা থেকে আসা রংপুরগামী শীতাতপ নিয়ন্ত্রিত আল হামরা বাসে তল্লাশী চালানো হয়। বাসটি তল্লাশীকালে বাসের উপরের বক্সে রাখা একটি সাদা-হলুদ রং এর প্লাস্টিকের বাজার করা ব্যাগ পাওয়া যায়। পরে সেই ব্যাগের মালিকানা কেউ স্বীকার করতে চায় না। দীর্ঘ সময় পরে এফ-১ নম্বর সিটে বসা যাত্রী মিল্লাত নিজেই স্বীকার করে যে সে ওই ব্যাগের মালিক। পরে তল্লাশী করে ব্যাগের ভিতরে লাল পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করা হয়৷ বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, মিল্লাত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এসএফ