।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা। নতুন করে করোনা জয় করেছেন ৬৪জন রোগী। এছাড়া জেলায় করোনার সংক্রমণও কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২০৩টি নমুনার ফলাফলে নতুন করে ২৬জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১২দশমিক ৮০শতাংশ। নতুন আক্রান্ত ২৬জনের মধ্যে সদরের ২৪জন, বাকি দুজন শিবগঞ্জ ও ধুনটের বাসিন্দা।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ২৬০ নমুনায় ২৬জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল। তিনি জানান, ২৯ এপ্রিল, জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯০টি নমুনায় ২৪জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ১৩টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৮৩৭জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৬৩২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯১৪জন।
এসএফ