।। বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেল- জয়পুরহাট জেলার রুহুল আমিন(৬৬), নওগাঁ জেলার রাঙ্গা চৌধুরী(৫৬) এবং বগুড়া সদরের নামুজা এলাকার জামিল উদ্দিন(৬৫)। এদের মধ্যে রুহুল আমিন ও রাঙ্গা চৌধুরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং জামিল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ কমেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৭৫ নমুনার ফলাফলে নতুন করে ৭জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৪জন। নতুন আক্রান্ত ৭জনের মধ্যে সদরের ৬জন, বাকি একজন আদমদিঘীর বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৭৯ নমুনায় ২৬জন করোনায় শনাক্ত হয়েছিলেন। ডা. তুহিন জানান, ২৬ মে, শুধুমাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৫টি নমুনায় ৭জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ২২৩জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫৯১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩১৩জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩১৯জন ।
এসএফ