বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ ১৭জন আটক, ৭জনের জেল

0 421

।।বঙ্গকথন প্রতিবেদন।।

বগুড়ায় আবাসিক হোটেল অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ১৭জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টায় শিবগঞ্জের মহাস্থান নূর জাহান হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭জনের জেল এবং ১০জনের জরিমানা করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি জানান, অনৈতিক কর্মকান্ডের তথ্য পেয়ে হোটেল নূর জাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হোটেলে ম্যানেজার আলমগীর কবির(৪০), তার দুই সহযোগী আমিনুল ইসলাম(২৮) ও আরিফুল ইসলাম(২৬) এবং ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী আলমগীর কবীর জানান, নূর জাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিলেও কথা রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হোটের ম্যানেজারকে ৬ মাসের, তার দুই সহযোগীকে ১ মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত শাহীন মিয়া(২৭), সানিমুল্লাহ(৩০) ও রিমি খাতুন(৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকি ১০জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More