আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে নাটক ‘ভাগিদার’

0 559

বগুড়া থিয়েটারের পরিবেশনায় আজ সন্ধ্যায় সাতমাথা মুজিব মঞ্চে মঞ্চস্থ হবে নাটকটি

।।বঙ্গকথন প্রতিবেদন।।

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর অন্যতম সদস্য সংগঠন বগুড়া থিয়েটার আজ সন্ধ্যায় (২৩ফেব্রুয়ারি) বগুড়ায় সাতমাথা সংলগ্ন মুজিব মঞ্চে মঞ্চায়ন করবে সাড়া জাগানো প্রশংশিত নাটক ‘ ভাগিদার ’। এটি বগুড়া থিয়েটারের ৬৫ তম প্রযোজনা। মাতৃভাষা বাংলার জন্য আত্মদানকারি ভাষা শহিদদের পাশাপাশি নাম না জানা অসংখ্য ভাষা সৈনিক রয়েছেন যাদের সাহসী ভুমিকায় আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা। তেমনি এক নাম না জানা ভাষা সৈনিকের সাহসী ভূমিকার গল্প নিয়ে নাটকটি রচনা করেন নাট্যজন তৌফিক হাসান ময়না।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া আয়োজিত চার দিনব্যাপি অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে নাটকটির মঞ্চায়ন হবে। গত বছর ২১ ফ্রেব্রুয়ারি বগুড়ায় শহিদ খোকন পার্কে ভাগিদার নাটকটির প্রথম মঞ্চায়ন হয় এরপর ৭ মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে উড়ান নাট্যমেলায় নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়। নাটকটি ওপার বাংলার মানুষের কাছে বেশ প্রশংশিত হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অলক পাল, বিধান রায়, সুপিন বর্মন, মাহবুবে সোবহানী বাপ্পী ও রবিউল ইসলাম। নাটকটির নির্দেশনা দেন তৌফিক হাসান ময়না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More