।।বঙ্গকথন প্রতিবেদন।।
বগুড়ায় অ্যালকোহল পানে আদম আলী (৩৬) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার ২৩ মে রাত সাড়ে ৮টায় সদরের টিএমএসএস মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্ত করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে। আদম আলী বগুড়া সদরের ধরমপুর এলাকার মসজিদ পাড়ার মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় একজন অ্যান্টিক কারিগর। আদম আলীর পরিবার ও সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তার পেট ব্যথা ছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সদরের টিএমএসএস মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মতিউর রহমান জানান, আদম আলীর অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আদম আলী পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। অ্যালকোহল পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
এসএফ