।।বঙ্গকথন প্রতিবেদন।।
সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলায় এক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা বলেন, ‘সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন- ২০১৮ অনুযায়ী অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।’ তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
এসএফ