ফ্রি ফায়ার আর পাবজি বন্ধ করুন : ন্যাপ মহাসচিব

0 208

।। বঙ্গকথন প্রতিবেদন।।

বাংলাদেশে ফ্রি ফায়ার আর পাবজি গেম বন্ধের দাবি জানিয়েছেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। যা মাদকের চাইতে ভয়াবহ। এসব গেম আমাদের প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধের দাবিতে সেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি। গোলাম মোস্তফা বলেন, ফ্রি ফায়ার এবং পাবজি গেম বন্ধে সরকারের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারের বক্তব্য হতাশা জনক। তার সাম্প্রতিক বক্তব্য সমগ্র জাতিকে হতাশ করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে তিনি দেশের জনগনের প্রতিনিধি নয়, এই সকল গেম ব্যবসায়ীদের প্রতিনিধি। তিনি জনগনের স্বার্থ নয়, লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিনি আরও বলেন, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চুয়ালি অর্থ লেনদেন হচ্ছে এমএমএস প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি ও পরিবার।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More