ফেসবুকে স্কুলছাত্রীর অশ্লীল ছবি প্রকাশ, গ্রেফতার যুবক

0 181

।। জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশ করার অভিযোগে নাঈম শেখ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১২।সোমবার ২৪ মে বেলা ১১টায় র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার ২৩ মে গভীর রাতে অভিযান চালিয়ে নাইমকে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার নাঈম সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৌর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাঈমের। তারা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তখন কৌশলে নানা আপত্তিকর ছবি তুলতেন নাঈম।

গত ১৩ মে সেই ছবিগুলো ‘Naime Hossain NPakhi’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপর এ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More