‘বিজয়া’ ও ‘রবিবার’—এ দুই ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পান জয়া আহসান। নিজের অভিনীত দুটি ছবির জন্য মনোনয়নের খবর জানার পর তিনি যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
অবশেষে মাসখানেক আগে ভারতের মঞ্চে ফিল্মফেয় অনুষ্ঠানে এ্যাওয়ার্ড হাতে তুলে নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানস্থলে দর্শক উপস্থিতি ছিল সীমিত। জয়ার অংশ নেওয়া সেই অনুষ্ঠান আজ রোববার দেখানো হবে টেলিভিশন চ্যানেলে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের কালারস বাংলা টেলিভিশনে দেখানো হবে এই অনুষ্ঠান।
২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন বাংলাদেশের জয়া আহসান। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে। কলকাতার বাংলা ভাষার ছবিকে উৎসাহ দিতে ফিল্মফেয়ার পুরস্কারের এই আয়োজন।
এর আগে ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য। তারও আগে অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্যও জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।