||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ার শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ফাঁকা মিনি ট্রাক থেকে গাঁজাসমেত ওই ট্রাকের চালক এবং তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রামের ওই দুই ট্রাক শ্রমিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনাবেচায় যুক্ত বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গোপন খবরে তারা জানতে পারেন গাঁজার একটি চালান শিবগঞ্জ হয়ে ঢাকার পথে যাচ্ছে। রোববার রাত ১২টার দিকে তারা মোকামতলার কাশিপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে ওই মিনি ট্রাকটিতে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। এসময় ট্রাকের পাটাতনে বিশেষ কায়দায় রাখা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদকসমেত আটক ট্রাক চালক মোহাম্মদ রঞ্জু এবং তার সহকারী জাহাঙ্গীর হোসেন ট্রাকে পণ্য পরিবহণের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজার চালান বিভিন্ন স্থানে নিয়ে কেনাবেচা করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। জেডটি//এমএইচ