||বঙ্গকথন প্রতিবেদন||
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে সমাবেশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় এই সমাবেশের কথা থাকলেও তা শুরু হয়েছে একটার দিকেই ।
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন। সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় সমাবেশে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরো উপস্থিত আছেন, ঢাকা জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ ধামরাই, কেরানীগঞ্জ, সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন। এসময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
২২ ডিসেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। পূর্বঘোষিত এই কর্মসূচি শেষ হবে ৩০ ডিসেম্বর ঢাকা জেলা বিএনপির সমাবেশের মধ্যে দিয়ে । দেশের মোট ৩২ জেলায় সমাবেশ করে দলটি।
এসএ//এফএস