||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
বলিউড জুড়ে গুঞ্জনের অবসান ঘটিয়ে সাত পাঁকে বাধা পরলেন রাজকুমার ও পত্রলেখা। গেলো কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে বুধবার (১০ নভেম্বর) রাতে একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন বলিউডের আলোচিত দুই তারকা।

পত্রলেখার জন্য বিয়েতে চমক রেখেছেন রাজকুমার রাও। জানা গেছে, বিয়ের পর পত্রলেখাকে উপহার হিসেবে দিতে যাচ্ছে নিজের কাছে জমিয়ে রাখা বেশ কয়েকটি প্রেমপত্র। ‘লাভ সেক্স ধোকা’ সিনেমা দেখার পরই ভালো লেগেছিল রাজকুমারকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পত্রলেখা।
এসএ//আরজে