|| বঙ্গকথন প্রতিবেদন ||
মাথার চুল কেটে প্রিয় প্রার্থীর আনারস প্রতীক ফুটিয়ে তুলে ভোটারদের কাছে ভোট চাইছেন মামুন (৩০)। চিওড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু তাহেরের সমর্থক তিনি। তার জন্য এই ভিন্নধর্মী প্রচারণা এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আট ভাইবোনের মধ্যে মামুন তৃতীয়।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের চিওড়া ইউপি নির্বাচনের ভোটে চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়েছেন। তিনি এর আগে দুবার ওই ইউপির চেয়ারম্যান ছিলেন। প্রিয় চেয়ারম্যনের জন্য মাথার চুল কেটে আনারস প্রতীকের ডিজাইন করার বিষয়ে মামুন বলেন, আবু তাহের দুবারের সাবেক চেয়ারম্যান। তিনি ভালো মানুষ। আমি তার জন্য কাজ করছি। সুষ্ঠু ভোট হলে তিনি বিজয়ী হবেন। বিভিন্ন গ্রামে আনারসের পক্ষে সবাই আমার প্রচারণার অভিনব পন্থা দেখে সেলফি তোলে, ছবি তোলে। এতে আমি মজা পাই। তবে দুদিনে নরসুন্দরের কাছে ১২ ঘণ্টা চুল কেটেছেন মামুন। এতে তাকে চুল কাটা ও রং করা বাবদ ১ হাজার ২০০ টাকা দিতে হয়েছে।
সমর্থকের এমন অভিনব প্রচারণা প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের বলেন, ওর এমন পাগলামি ভোটারদের ও এলাকাবাসীর মধ্যে আগ্রহ তৈরি করেছে।
জেটি//এফএস