।। ডক্টর’স চেম্বার প্রতিবেদন।।
অ’ন্তঃস’ত্ত্বা নারীদের অনেকের নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্র’সব হয়ে থাকে। এ ধ’রনের শি’শুকে প্রিম্যাচিউর বেবি বলা হয়ে থাকে। এসব শি’শুর মাঝে বেশ কিছু শা’রীরিক স’মস্যা দেখা দিতে পারে। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে যদি কোনো শি’শুর জ’ন্ম হয়, সে ক্ষেত্রে প্র’সবের সময় এবং তার পরে মা ও শি’শুর বিভিন্ন স’মস্যা দেখা দেয়। চিকি’ৎসকরা বলেন, প্র’সবের নির্ধারিত সময়ের আগে যত বেশি সময় বাচ্চা গর্ভে থাকবে, বাচ্চা জ’ন্ম নেওয়ার পর তার শা’রীরিক স’মস্যা ততই কম দেখা দেবে। কিছু লক্ষণ রয়েছে যা থেকে বোঝা যায় অ’ন্তঃস’ত্ত্বা নারী প্রিম্যাচিউর শি’শু জ’ন্ম দেবেন কিনা।
আসুন জে’নে নিই সেই স’ম্পর্কে —
১. গর্ভাবস্থায় নারীদের অতিরি’ক্ত ওজন বা প্রয়োজনের কম ওজন থাকা।
২. গর্ভাবস্থায় অসত’র্ক থাকা এবং নিজে’র ঠিকমতো যত্ন না নেওয়া।
৩. সন্তানের গর্ভাবস্থায় ধূমপান করা, মা’দক বা অ্যালকোহল নিলেও প্রিম্যাচিউর শি’শু জ’ন্ম নিতে পারে।
৪. গর্ভে একাধিক সন্তান এলে প্রিম্যাচিউর বেবি হওয়ার ঝুঁ’কি থাকে।
৫. আইভিএফের সাহায্যে অর্থাৎ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে সময় হওয়ার আগেই সন্তানের জ’ন্ম হতে পারে।
৬. একটি সন্তান নেওয়ার পর খুব দ্রুত আবার অ’ন্তঃস’ত্ত্বা হয়ে পড়লে এমন হতে পারে।
৭. গর্ভে থাকা শি’শুর মাঝে জ’ন্মগত ত্রুটি থাকলে এমন স’মস্যা হতে পারে।
৮. গর্ভবতী নারীর উচ্চর’ক্তচা’প, ডায়বেটিস, সং’ক্রমণ, র’ক্তজমাট বাঁ’ধার মতো স’মস্যা থেকে থাকলে প্রিম্যাচিউর বেবি হওয়ার সম্ভাবনা তাকতে পারে। প্রিম্যাচিউর শি’শু জ’ন্ম নেওয়ার বিভিন্ন উপস’র্গ-নির্দিষ্ট সময়ের আগেই সন্তান জ’ন্ম হওয়া এড়াতে প্রথম থেকেই এর উপস’র্গগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। সঠিক সময়ে এই লক্ষণগুলো ধ’রতে পারলে চিকিৎ’সা নেওয়ার মাধ্যমে এ স’মস্যা এড়ানো সম্ভব।
যে উপস’র্গগুলো দেখা দিলে দ্রুত চিকি’ৎসকের পরাম’র্শ নিতে হবে—
১. ঘন ঘন পে’টে ব্য’থা অনুভূত হওয়া;
২. পিঠের নিচের অংশে ব্য’থা অ’নুভব করা। এ ক্ষেত্রে ব্য’থা আসবে-যাবে বা অবিরাম ব্য’থা থাকতে পারে। বসা বা শোবার পজিশন পাল্টে ফেলতে হবে। এর পরেও যদি স্বস্তি না পাওয়া যায় বা ব্য’থা দূ’র না হয়, তবে দ্রুত চিকি’ৎসকের স’ঙ্গে যোগাযোগ ক’রতে হবে।
৩. পিরিয়ডের ব্য’থার মতো পে’টে ব্য’থা হলে অথবা ডায়রিয়া হলে যেমন পে’টে যন্ত্রণা অনুভূত হয়, তেমন হলেও প্রিম্যাচিউর বার্থের সম্ভাবনা থাকে।
৪. বিশেষ অ’ঙ্গে চা’প বেড়ে যাওয়া।
এসএফ