||রাজ-কথন প্রতিবেদন||
নিরপেক্ষ নির্বাচন কমিশন দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সত্যিকারের নির্বাচন কমিশন করতে হলে আমাদের জাতীয় সরকার করতে হবে। আওয়ামী লীগকে বাদ দিতে হবে না। তারাও থাকবে। আমরা চাই, রেহানাও দায়িত্বে আসুক; তোফায়েল, মতিয়াকে দায়িত্ব দিয়ে দেখেন; বিএনপি তাদের নাম দিক। আমরা এমন নির্বাচন কমিশন চাই যাদের কোমরে জোর আছে। কাপড় খারাপ করে না, কেবিনেট সেক্রেটারি ফোন করলে দাঁড়ায়ে যায় না।
সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে এক আলোচনা সভায় জাফরুল্লাহ্ চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, বদিউল আলম মজুমদার কিংবা সুলতানা কামালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এদের কেউ দায়িত্ব নিলে নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করতে পারবে। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন না করা গেলে, আগামী নির্বাচনেও সরকার নতুন পলিসিতে বিনা ভোটে নির্বাচিত হওয়ার সব আয়োজন সম্পন্ন করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
এমএইচ//