||বঙ্গকথন প্রতিবেদন||
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার জানান, দেশের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান, তাঁর স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগির ডিগ্রি প্রদানসংক্রান্ত একটি চিঠি দিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবাইকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। এর মধ্যে ১৯৮১ সালে সর্বপ্রথম এ ডিগ্রি দেওয়া হয় বিজ্ঞানী আবদুস সালামকে।
এসএ//আরজে