সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই সূচকের বড় উত্থানের আভাস পাওয়া যায়। যা প্রথম দুই ঘণ্টার লেনদেনে অব্যাহত রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২টা ৮ মিনিটে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স ৬৮ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৯৬ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।